হোম

কলেজের ইতিহাস

বেকারত্ব মানুষের জীবনে অভিশাপ। বেকারত্ব দূর করা এবং এলাকার ঝরে পরা বেকার যুবকদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে, অত্র আলতাফনগর এলাকার উচ্চ শিক্ষায় শিক্ষিত কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের একান্ত প্রচেষ্ঠায়, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী আলতাফনগর এলাকায় এক মনোরম পরিবেশে ২০০০ইং সালে আলতাফনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়। কলেজটি প্রথমে চার রুম বিশিষ্ট আলতাফনগর খিহালী মোহাম্মাদ আলী উচ্চ বিদ্যালয়ের উত্তর-পূর্ব পার্শ্বে মাঠের মধ্যে একটি জমিতে স্থাপন করা হয়। পরবর্তীতে রাস্তার সমস্যার কারণে ২০০২ইং সালে বর্তমানে অবস্থিত জায়গায় কলেজটি স্থানান্তর করে প্রতিষ্ঠিত হয়েছে। ২০/০৮/২০০২ইং সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। এবং ০১/০৫/২০০৪ইং তারিখে এম. পি. ও ভূক্ত হয়। প্রতিষ্ঠাতা ব্যক্তি বর্গ (১) এ্যাডঃ মোঃ সামছুর রহমান, (২) মোঃ ইব্রাহিম খলিলউল্লাহ্, (৩) মোঃ আবুল কালাম আজাদ।